শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

মিথ্যা অভিযোগে শিশুকে মারপিটের মামলায় বাবা ছেলে কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

৫০ টাকা চুরির মিথ্যা অভিযোগে পঞ্চম শ্রেণির ছাত্রকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারপিট করার মামলার আসামি মোহাম্মদ আলী ইংরেজ ও তার ছেলে জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোরে নগরীর হোসেননগরের বাড়ি থেকে তাদের গ্রেফতার করার পর দুপুরে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২৬ আগস্ট সকালে হোসেননগর এলাকার প্রভাবশালী মোহাম্মদ আলী ইংরেজের পকেট থেকে ৫০ টাকা খোয়া যায়। ওইদিন দুপুরে একই এলাকার দিনমজুর দেলোয়ার হোসেনের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলে নাহিদ হাসান লেমনসহ কয়েকজন মোহাম্মদ আলীর বাড়ির উঠানে খেলছিল। খোয়া যাওয়া টাকা লেমন নিয়েছে সন্দেহে তাকে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারপিট করে মোহাম্মদ আলী ও তার ছেলে জাহিদুল। এতে জ্ঞান হারিয়ে ফেলে লেমন। স্থানীয়রা লেমনকে উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করে। এ ঘটনায় লেমনের বড়ভাই মিল্লাত হোসেন মোহাম্মদ আলী ও তার ছেলে জাহিদুলকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ আসামিদের গ্রেফতার না করায় বুধবার এলাকাবাসী মোহাম্মদ আলী ও জাহিদুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে গতকাল ভোরে বাবা-ছেলেকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মুক্তারুল আলম জানান, আসামিদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর