শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

যশোর রোডের দুই পাশে ৩৫৬টি গাছ কাটার নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশপরগনা জেলার বারাসাত থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল পর্যন্ত যশোর রোডের দুই পাশে তাঁবুর মতো বিছিয়ে থাকা শতাব্দী প্রাচীন গাছ কাটার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। সম্প্রসারণের উদ্দেশ্যে (উন্নয়নের স্বার্থে) যশোর রোডের দুই পাশে থাকা মোট ৩৫৬টি গাছ কাটার অনুমতি দিয়েছে আদালত। তবে এক্ষেত্রে একটি শর্তও দেওয়া হয়েছে, তা হলো—একটি গাছ কাটার পরিবর্তে ওই অঞ্চলেই নতুন করে ওই প্রজাতিরই পাঁচটি চারা রোপণ করতে হবে। গতকাল আদালতের পক্ষে এ নির্দেশ দেওয়া হয়। এদিন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ ব্যানার্জির ডিভিশন বেঞ্চ এক আদেশে রাজ্য সরকারকে তিন মাস পরে এ কাজের অগ্রগতি নিয়ে একটি রিপোর্ট দিতে বলেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর