শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

অচলাবস্থা নিরসনে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে : কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, বর্তমান অচলাবস্থা নিরসনে আওয়ামী লীগ-বিএনপির বাইরে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধ যোদ্ধাদের জাতীয় স্বীকৃতি দেওয়া উচিত ছিল। ইতিহাস তাদের স্বীকৃতি দেবে।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত বঙ্গবন্ধু হত্যা ও তার প্রতিবাদ প্রতিরোধ সংগ্রাম শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে লেখক গবেষক সৈয়দ আবুল মকসুদ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় প্রতিরোধী সংগ্রামে অংশ নিয়ে যারা যুদ্ধ করেছিলেন তাদেরও কয়েকজন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। কাদের সিদ্দিকী বলেন, বর্তমান আওয়ামী লীগে বঙ্গবন্ধুর উপস্থিতি নেই। সেই জন্য আওয়ামী লীগ করি না।  বঙ্গবন্ধু হত্যার পর যারা প্রতিরোধ সংগ্রাম করেছিলেন সেই প্রতিরোধ সংগ্রামের স্বীকৃতির দাবি জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, সেপ্টেম্বর মাসের শেষ দিকে অথবা অক্টোবর মাসের প্রথম দিকে প্রতিরোধ সংগ্রামীদের ঢাকায় ডেকে সমাবেশের ব্যবস্থা করব। সেই সমাবেশে আমি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাব। তিনি যেন দয়া করে এসে এই প্রতিরোধ যোদ্ধাদের কথা শোনেন। সৈয়দ আবুল মকসুদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে যাদের প্রতিবাদ করার কথা ছিল তারা সেটি করেনি। প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করা হচ্ছে না। এটি রাষ্ট্রের ব্যর্থতা। রাষ্ট্র তাদের মর্যাদা না দিলেও ইতিহাস মর্যাদা দেবে। সুলতান মনসুর আহমেদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা প্রতিরোধ করে নিহত হয়েছিল সংসদে তাদের জন্য শোক প্রস্তাব আনা হয়নি।

সংসদে স্থান না পেলেও ইতিহাসে তাদের স্থান হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর