Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১ সেপ্টেম্বর, ২০১৮ ২২:৫৫

রাষ্ট্রায়ত্ত ৯ পাটকল ১১ দিন পর চালু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

রাষ্ট্রায়ত্ত ৯ পাটকল ১১ দিন পর চালু

ঈদের টানা ১১ দিনের ছুটি শেষে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকল খুলেছে। গতকাল সকাল ৬টা থেকে শ্রমিকরা মিলের উৎপাদন কাজে যোগ দেয়। এর আগে ১৯ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ঈদের ছুটিতে পাটকলগুলো বন্ধ ছিল। জানা যায়, ঈদের আগে বকেয়া মজুরির দাবিতে এবারও শ্রমিকরা রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচী দেয়। তবে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বিজেএমসি ও পাটকল শ্রমিকদের সমন্বয় বৈঠকে কর্মসূচী প্রত্যাহার করা হয়। ওই সময় পাটকলগুলোতে ৪৬ কোটি ৫৫ লাখ টাকা দেওয়া হয়। এর মধ্যে মজুরি বাবদ ২৬ কোটি ৪৬ লাখ, বেতন বাবদ ৪ কোটি ৩৩ লাখ, ঈদের বোনাস বাবদ ১৫ কোটি ৭৫ লাখ টাকা দেয়। পরে মিলগুলোতে ঈদের লম্বা ছুটি ঘোষণা করা হয়। বিজেএমসির আঞ্চলিক সমন্বয়কারী শেখ রহমত উল্লাহ বলেন, ১১ দিন ছুটির পর পাটকল শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। প্রতিটি পাটকলে উৎপাদন কাজ শুরু হয়েছে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর