বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
ডাকসু নির্বাচনে পদক্ষেপ নেই

ঢাবি উপাচার্যসহ তিনজনকে নোটিস

নিজস্ব প্রতিবেদক

হাই কোর্টের নির্দেশনা থাকার পরও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন করতে কোনো পদক্ষেপ গ্রহণ না করার অভিযোগে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানসহ তিনজনকে নোটিস পাঠানো হয়েছে। অন্য দুজন হলেন ঢাবির প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানী ও ট্রেজারার ড. কামাল উদ্দিন। গতকাল রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ ডাকযোগে এই নোটিস পাঠান। তিনি জানান, সাত দিনের মধ্যে আদালতের নির্দেশনা অনুসারে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ না করলে নোটিসপ্রাপ্ত তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। গত ১৭ জানুয়ারি ডাকসু নির্বাচনের ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয় হাই কোর্ট। ওই আদেশে ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন করতে বলা হয়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচন হচ্ছে না। এর প্রেক্ষাপটে ২০১২ সালে ৩১ জন শিক্ষার্থীর পক্ষে প্রথমে লিগ্যাল নোটিস, পরে তাদের ২৫ জনের পক্ষে হাই কোর্টে এ রিট আবেদনটি করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৮ এপ্রিল আদালত রুল জারি করে। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় দেয় হাই কোর্ট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর