বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপির যত অভিযোগ

কূটনীতিকদের সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিকদের সঙ্গে বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলার বিচারিক প্রক্রিয়ার বিষয়ে আলোচনা করেছে বিএনপি। বিএনপি নেতারা এসব বিষয়ে অভিযোগ তুলে ধরে বলেন, সরকারই চায় বিরোধী দলগুলো নির্বাচনে না আসুক। এ জন্য তারা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি না করে সারা দেশে বিএনপিসহ বিরোধী দলের নেতাদের গ্রেফতার-নির্যাতন চালাচ্ছে। কূটনীতিকরা মনোযোগের সঙ্গে বিএনপি নেতাদের বক্তব্য শ্রবণের পাশাপাশি আগামীতে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দৃঢ় প্রত্যাশা করেন বলে জানিয়েছেন। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি বিকাল সোয়া ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলে। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইউ) রাষ্ট্রদূতসহ সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, কানাডা, স্পেন, ফিলিস্তিন, জাপান, নরওয়ে, মিয়ানমার, চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, তুরস্কের প্রতিনিধিরা অংশ নেন। অন্যদিকে বিএনপি নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, দলের নির্বাহী সদস্য তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দায়ের মামলার বিচারিক প্রক্রিয়া, তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক প্রক্রিয়া তথা সে মামলার রায় কী হবে তা নিয়ে আওয়ামী লীগ নেতা এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের আগাম বক্তব্য, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের মনোভাব, নির্বাচন কমিশনের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর অবস্থানসহ সার্বিক বিষয়াদি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ সময় সারা দেশে বিএনপি নেতা-কর্মীদের ৫৪ ধারায় গণহারে গ্রেফতার করে রিমান্ডে নেওয়াসহ কারাগারে পাঠানোর বিষয়টিও দলের পক্ষ থেকে তুলে ধরা হয়।  

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর