বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঢাকা ওয়াসা তাদের মূল সেবা নিশ্চিত করতে ব্যর্থ : সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ঢাকা ওয়াসা তাদের মূল সেবা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। কারণ, রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসা পাইপলাইনে নোংরা পানি সরবরাহ করে। সেসব পানি ব্যবহার করতে পারছে না নগরবাসী। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাজধানীর বস্তিভিত্তিক  নাগরিক সেবামূলক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সংশ্লিষ্টরা জানান, এ প্রকল্পের আওতায় ঢাকার দুই সিটি করপোরেশনের ৮টি ওয়ার্ডের ১০টি বস্তিতে বসবাসরত ৬০ হাজার নিম্ন আয়ের মানুষের নিরাপদ পানি, স্বাস্থ্যকর স্যানিটেশন এবং দক্ষ বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে কার্যক্রম পরিচালিত হবে। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার ও সলিডারিটিস ইন্টারন্যাশনাল যৌথভাবে ২০১৮ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া ৪২ মাস মেয়াদি এ প্রকল্পে ১৪ কোটি টাকা ব্যয় হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা বলেন, জনগণের কল্যাণের জন্য তার সংস্থা নিরলসভাবে কাজ করছে। তবে পর্যাপ্ত বরাদ্দ ও জনসচেতনতার অভাবে অনেকে সেবাবঞ্চিত হচ্ছেন।

সর্বশেষ খবর