বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের পরীক্ষামূলক বাণিজ্যক কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বিকালে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট সম্প্রচারের মধ্য দিয়ে স্যাটেলাইটটির কার্যক্রম শুরু হয়। এ সময় গাজীপুরে স্থাপিত গ্রাউন্ড স্টেশনে এই স্যাটেলাইটের সংকেত পাওয়া যায় বলে জানান বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। তিনি বলেন, সাফ ফুটবল টুর্নামেন্ট সম্প্রচারের মাধ্যমে এই স্যাটেলাইটের কার্যক্রম শুরু হয়। একে বাণিজ্যিক কার্যক্রমের প্রাক-পরীক্ষা বলা যায়। তবে আমরা পুরোপুরি সফল হয়েছি। কারণ বাংলাদেশ টেলিভিশনে খেলা সম্প্রচারে ছবি খুবই স্বচ্ছ ছিল। অক্টোবরের মাঝামাঝিতে স্যাটেলাইটের পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরুর আশা প্রকাশ করেন তিনি। এদিন বিকালে পাকিস্তান ও নেপালের খেলার মধ্য দিয়ে ঢাকায় মাঠে গড়ায় সাফ ফুটবল টুর্নামেন্ট। দ্বিতীয় খেলায় স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হয় ভুটানের। গত ১২ মে ভোররাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উেক্ষপিত হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট। স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হয় গাজীপুরের জয়দেবপুরে ও রাঙামাটির বেতবুনিয়ায়।

সর্বশেষ খবর