শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঢাবিতে ভর্তিযুদ্ধ শুরু আজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ শুক্রবার। ‘গ’ ইউনিটের অধীনে ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে এই ভর্তিযুদ্ধ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৪টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর গ-ইউনিটে এক হাজার ২৫০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৬ হাজার ৯৬০ জন। এ ছাড়া শনিবার চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে প্রথমবর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

মেধাহীনরা যেন ঢাবিতে ভর্তির সুযোগ না পায় : সর্বোচ্চ সতর্কতা ও সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে উচ্চ প্রযুক্তি ব্যবহার করে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ মেধাবীরাই যেন সুযোগ পায়। মেধাহীনদের একজনও যেন জালিয়াতি করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পায়। গতকাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সর্বশেষ খবর