abcdefg
city || Bangladesh Pratidin

শিরোনাম
কোচিংয়ে যুক্ত শিক্ষকদের কড়া নোটিস কোচিংয়ে যুক্ত শিক্ষকদের কড়া নোটিস

বরিশালে প্রাইভেট টিউশন এবং কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বরিশালের স্কুলপ্রধানদের কাছে জেলা প্রশাসন কড়া নোটিস পাঠিয়েছে। নোটিসের পরও কোচিং কিংবা প্রাইভেট টিউশন অব্যাহত রাখলে সংশ্লিষ্ট শিক্ষকের এমপিও বাতিলসহ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হবে বলে ১১ সেপ্টেম্বর জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জানা গেছে। নোটিসের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ে সচিব, বিভাগীয় কমিশনার, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, সরকারি নীতিমালা বাস্তবায়নের জন্য প্রাইভেট টিউশন ও কোচিংয়ে জড়িত শিক্ষকদের সতর্ক করা হয়েছে। কয়েকদিন তাদের গতিবিধি নজরদারির পর…

সর্বশেষ খবর