মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আমরা নির্ভেজাল গণতন্ত্র চাই

—————————— মওদুদ

নিজস্ব প্রতিবেদক

সরকারের উদ্দেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘সংবিধানের বাইরে গিয়ে যদি আপনারা নির্বাচনকালীন সরকার করতে রাজি হন তাহলে আসুন সংবিধানের বাইরে গিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করি। এতে দেশের মানুষ আশান্বিত হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে। আমরা একটা নির্ভেজাল গণতন্ত্র চাই। নির্বাচনে যেন মানুষ যাকে খুশি তাকে ভোট দিতে পারে। সত্যিকার অর্থে একটা প্রতিনিধিত্বশীল সরকার আমরা সেই নির্বাচনের মাধ্যমে পাব।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে নাসিরউদ্দিন আহমেদ পিন্টু স্মৃতি সংসদের উদ্যোগে এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। সংগঠনের সভাপতি সাঈদ হাসান মিন্টুর সভাপতিত্বে সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য রাখেন। ১৯৯১ সালের মতোই ‘নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে একাদশ নির্বাচন চান ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘সংবিধান কোনো দিন বাধা হতে পারে না মানুষের কল্যাণের জন্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর