মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
সাংবাদিক উৎস হত্যা

৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মশিউর রহমান উৎস হত্যা মামলায় আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গতকাল অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আরিফা ইয়াসমিন মুক্তার আদালতে অভিযোগপত্র দেওয়া হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণের এসআই আবু হোসেন জানিয়েছেন। আসামিরা হলেন- জহিরুন্নেছা গেদি, তার সহযোগী এলিন, রিপন, তার ভাই রূপম, শুভ কুমার, রুবেল হেমরম, গেদির ননদ রোখসানা ও তার ছেলে রুবেল। হত্যাকাণ্ডের তিন বছর পর অভিযোগপত্র দেওয়া হলো। আট আসামির মধ্যে ছয়জনই জামিনে রয়েছে।  অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে- রংপুর নগরীর চারতলা মোড় এলাকার বাসিন্দা ও পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জহিরুন্নেছা গেদির সঙ্গে সাংবাদিক মশিউর রহমান উৎসের পরিচয় ছিল। গেদির স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আঘাত আসায় মামলার অন্য আসামিদের সহযোগিতায় তারা উৎসকে হত্যার পরিকল্পনা করে। ২০১৫ সালের ২৩ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ আছে জানিয়ে মোটরসাইকেল নিয়ে পত্রিকা অফিস থেকে বের হয়ে রাতে আর বাসায় ফেরেননি। পরের দিন সকালে নগরীর ধর্মদাস এলাকায় ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে ঢাকা-রংপুুর মহাসড়কের কাছে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় উৎসের লাশ উদ্ধার করে পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর