মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আবারও দরপতনে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

আবারও দরপতনে শেয়ারবাজার

কয়েকদিন বড় ধরনের উত্থানের পর আবার পতনের ধারায় শেয়ারবাজার। গতকাল পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেনও। ডিএসইতে ৬৯৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন থেকে ১০৮ কোটি টাকা কম হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮০৪ কোটি ৩৩ লাখ টাকার।

লেনদেন চিত্রে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৪৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ ও ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬০ ও ১৯০২ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানির মধ্যে ৮১টি বা ২৪.৮৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ২১৪টি বা ৬৩.৩১ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি বা ১১.৮৩ শতাংশ কোম্পানির। লেনদেনের শীর্ষে ছিল খুলনা পাওয়ার, একটিভ ফাইন, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার, সায়হাম টেক্সটাইল, বিবিএস কেবলস, সিঙ্গার বিডি, এমএল ডাইং, ফার্মা এইডস এবং আমান ফিড। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৮৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৪ প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দর।

সিএসইতে মোট ২৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর