বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
ববি রেজিস্ট্রারের নৈতিক স্খলন

শিক্ষক সমিতির মানববন্ধন তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের নৈতিক স্খলনের তদন্তপূর্বক বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে গতকাল বেলা ১১টায় সদর উপজেলার কর্ণকাঠিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির আহ্বানে এতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ছাড়াও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হেনা রানী বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক তানভীর কায়ছার প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, রেজিস্ট্রার মনিরুল ইসলামের অনৈতিক কর্মকাণ্ডে তারা বিব্রত। বিশ্ববিদ্যালয়ে একের পর এক যৌননিপীড়নের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষার স্বার্থে ওই ঘটনা তদন্ত করে অভিযুক্তকে চাকরিচ্যুত করাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

 বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা বলছেন, গত বছরও রেজিস্ট্রারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মকর্তাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। ওই ঘটনার কোনো দৃষ্টান্তমূলক বিচার হয়নি। এবারও চাকরিপ্রত্যাশী এক ছাত্রীকে রেজিস্ট্রারের যৌন হয়রানির বিচার নিয়ে তারা সন্দিহান। তারা অনতিবিলম্বে ওই ঘটনা তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক বলেন, শিক্ষক সমিতির অভিযোগের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সদস্যদের নিয়ে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ওই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

সর্বশেষ খবর