বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বগুড়ায় মামলার জালে বিএনপি

১৯ দিনে ১০ মামলা আসামি পাঁচ শতাধিক

আবদুর রহমান টুলু, বগুড়া

বগুড়ায় মামলার জালে বিএনপি

আসছে জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ, বিএনপি নির্বাচনী আলোচনায় সরব হয়ে উঠতেই বগুড়ায় মামলার জালে আটকা পড়ছেন বিএনপি নেতা-কর্মীরা। চলতি মাসে এ পর্যন্ত প্রায় ১০টি মামলায় ৫ শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। পুলিশ আসামি গ্রেফতারে অভিযান চালাচ্ছে। এদিকে, এসব মামলার প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপি বলছে, নেতা-কর্মীদের হয়রানি করতে এমন মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, চলতি মাসে বগুড়ার ১২টি উপজেলার মধ্যে বেশির ভাগ উপজেলাতেই মামলা হয়েছে। এর মধ্যে শাজাহানপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে পুলিশের দাবিমতে লাঠিসোঁটা, ককটেল উদ্ধার, নন্দীগ্রামে আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটনায় মামলা হয়েছে। ২ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বগুড়া সদর, দুপচাঁচিয়া, শেরপুর, নন্দীগ্রাম, শিবগঞ্জ, ধুনট থানায় একটি করে এবং শাজাহানপুর ও গাবতলী মডেল থানায় দুটি করে— এই মোট ১০টি মামলা হয়েছে। এসব মামলায় অভিযোগ করা হয়েছে নাশকতার পরিকল্পনা, সরকার উত্খাতের ষড়যন্ত্র, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি। মামলা-হামলা এড়াতে নেতা-কর্মীরা এখন ঘরছাড়া। জেলা পুলিশ বিভাগ সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর ধুনট থানায় বিস্ফোরকদ্রব্য আইনের আওতায় নাশকতার মামলা করে পুলিশ। এ মামলায় ধুনট পৌর বিএনপি সভাপতি আলীমুদ্দিন হারুন মণ্ডল, উপজেলা বিএনপির সদস্যসচিব শরাফত জামান পাশা অন্যতম আসামি। এ ছাড়া আসামি করা হয়েছে আবদুল খালেক সরকার (৮৬) নামে এক বৃদ্ধকে। শাজাহানপুর উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়েছে। এ মামলায় অভিযুক্ত আসামির তালিকায় রয়েছেন মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকলেছুর রহমান ও মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খায়রুল বাশার। মামলা দায়েরকালে হজ পালনের জন্য খায়রুল বাশার দেশে ছিলেন না বলে বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেছেন, প্রাথমিক তথ্যে মামলা দায়ের হয়েছে। মামলাটি পুরো তদন্ত করে দেখা হচ্ছে। সদর থানায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে চারটি। গাবতলী উপজেলায় দুটি মামলা হয়েছে। ওই মামলায় আসামি করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন, পৌর মেয়র সাইফুল ইসলামকে। দুপচাঁচিয়া উপজেলায় একটি মামলা হয়েছে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম জানান, মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে কোণঠাসা করা হচ্ছে। পুলিশ কোনো কারণ ছাড়াই এসব মিথ্যা মামলা দিচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, যারা সমাজের শান্তি-শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করছে তাদের গ্রেফতার করা হচ্ছে। জেলা বিএনপি সভাপতি ভিপি সাইফুল ইসলাম জানান, বিরোধী দলের নেতা-কর্মীদের নির্বাচনী মাঠ থেকে দূরে রাখতে তাদের নামে এসব গায়েবি মামলা দেওয়া হচ্ছে। বিশেষ করে ভোট কেন্দ্রের আশপাশে বসবাসকারী বিএনপি ও জামায়াত নেতাদের নির্বাচনের আগে জেলে বন্দী করার অংশ হিসেবে এসব মামলা থানা পুলিশ ও আওয়ামী লীগের পক্ষ থেকে করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর