বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

রোড শো ঘিরে চট্টগ্রামে উৎসাহ

২২ সেপ্টেম্বর শুরু হবে আওয়ামী লীগের নির্বাচনী যাত্রা

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

রোড শো ঘিরে চট্টগ্রামে উৎসাহ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় আওয়ামী লীগের উদ্যোগে ২২ সেপ্টেম্বর চট্টগ্রামে দুই দিনবাপী রোড শো শুরু হচ্ছে। এ কর্মসূচি ঘিরে চট্টগ্রাম আওয়ামী লীগে চাঙাভাব বিরাজ করছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোড শোর নেতৃত্ব দেবেন। রোড শোর পাশাপাশি তৃণমূলে সভা-সমাবেশ ও পথসভা করবেন নেতারা। অক্টোবরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাতটি উপজেলায় কেন্দ্রীয় ও জেলা নেতাদের উপস্থিতিতে হবে পদযাত্রা ও সমাবেশ। দক্ষিণ জেলায়ও রয়েছে নানা কর্মসূচি। দলীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করতে সড়কপথে কুমিল্লা, ফেনী, সীতাকুণ্ড, চট্টগ্রাম ও কক্সবাজার আসবে কেন্দ্রীয় টিম। দুই দিনের এ কর্মসূচি নিয়ে সাতটি পৃথক স্থানে পথসভাও করবেন নেতারা। টিমের অন্য সদস্যরা হলেন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মাহবুব-উল আলম হানিফ, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম। যাত্রাপথে প্রথম সভা হবে কুমিল্লায়। পরে ফেনী, মিরসরাই, সীতাকুণ্ড হয়ে চট্টগ্রামে এসে প্রথম দিন যাত্রাবিরতি করবে কেন্দ্রীয় টিম। পরদিন লোহাগাড়া, চকরিয়া ও কক্সবাজারে পথসভা করবেন তারা। আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বাংলাদেশ প্রতিদিনকে জানান, রোড শোয় সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ডের চিত্রও তুলে ধরা হবে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে ২২ সেপ্টেম্বর উত্তরে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সীতাকুণ্ডে পথসভা হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, সড়কপথে কেন্দ্রীয় নেতারা নির্বাচনী বার্তা নিয়ে চট্টগ্রামে আসছেন। আমরা সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছি। রাউজান উপজেলা আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ বলেন, নির্বাচনে নৌকা প্রতীকে কাজ করতে আমরা ঐক্যবদ্ধ। নেতা-কর্মীদের মধ্যে রয়েছে চাঙাভাব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর