বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

অবশেষে রেলের শত কোটি টাকার জায়গা উদ্ধার

ছিল ইয়াবা মাদকসহ নানাবিধ অবৈধ আস্তানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অবশেষে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এলাকা কোতোয়ালির আইস ফ্যাক্টরি রোড এলাকার রেলের সেই শত কোটি টাকার জায়গা উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রায় ২০ একরের ওপরে রেলের জায়গার ওপর অবৈধভাবে গড়ে ওঠে কাঁচা-পাকা পাঁচ শতাধিক বস্তিঘর ও শত শত দোকানও। এখানে রেলের কর্মচারীরাসহ বাইরের লোকজন মিলে করেছিল দ্বিতীয়তলা অবৈধ বিল্ডিং এবং মার্কেটও। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পশ্চিম-দক্ষিণ কোণ ঘেঁষা এ স্থানের অধিকাংশ জায়গাই ছিল ইয়াবা, হেরোইন, পতিতালয় ও মাদকসহ নানাবিধ অবৈধ ব্যবসায়ীদের দখলে। যার মূল্য আনুমানিক শত কোটি টাকার ওপরে। দীর্ঘদিন ধরেই নানা কারণে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন। গতকাল সকাল থেকে এসব উচ্ছেদ দেখে স্থানীয়রা অনেক খুশি ও স্বস্তির নিঃশ্বাস ফেলছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান সকাল থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। এখানে উপস্থিত ছিলেন রেলের বিভাগীয় স্টেট কর্মকর্তাসহ রেলের ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপি ও রেলের মহাপরিচালক (ডিজি) প্রকৌশলী মো. আমজাদ হোসেনসহ ঊর্ধ্বতন রেলের কর্মকর্তারা অবৈধ স্থাপনাসহ এসব বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছিল। এ বিষয়ে সম্প্রতি রেলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা বরাবরে উচ্ছেদসহ জায়গাটি সংরক্ষণের জন্য মো. রিজোয়ান ছিদ্দিক নামের এক ব্যক্তি আবেদন করেছিলেন। স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কলোনিতে প্রায় ২৫০টি রেলওয়ে কর্মচারী প্রায় ২-৩ বছর ধরেই মানবেতর জীবনযাপন করছে। বাস্তুহারা কলোনিতে প্রকাশ্যে মাদক ব্যবসা, যৌন ব্যবসা, জুয়া ইত্যাদি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বস্তির লোকজনের আছে বিশাল কিরিচ বাহিনীও। বাধ্য হয়ে বেশিরভাগ কর্মচারী এলাকা ছেড়ে চলেও গেছেন। এটি এখন সন্ত্রাসীদের অভয়ারণ্য এলাকায় পরিণত হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর