বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

গাজীপুর সিটির উচ্ছেদ অভিযানে সড়কে মেয়র

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনকে একটি গ্রিন ও ক্লিন সিটি গড়ার অংশ হিসেবে মহাসড়কের দুই পাশে অবৈধ ফুটপাথ ও মহাসড়কের একাংশ দখলদারমুক্ত করতে উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। গতকাল সকালে চান্দনা চৌরাস্তায় গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অংশগ্রহণে এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। উচ্ছেদ কার্যক্রমে সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও জিএমপি কমিশনার ওয়াই এম বেলালুর রহমানসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এর আগে মহাসড়ক থেকে দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়। গতকাল সকালে সিটি কর্মকর্তা-কর্মচারীরা চান্দনা চৌরাস্তায় এসে জড়ো হন। পরে মেয়র জাহাঙ্গীর আলম কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন। অভিযানে অংশ নেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত সচিব খ ম কবিরুল ইসলাম, জিএমপি উপ-কমিশনার কে এম আরিফুল হক, জিএমপি উপ-কমিশনার (ক্রাইম) মো. শরিফুল ইসলাম, র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর