বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

পোড়া ইটের ব্যবহার বন্ধ না হলে দেশ পড়বে খাদ্য সংকটে

সেমিনারে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

‘পোড়া ইটের বিকল্প কংক্রিটের ব্লক’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, পোড়া ইট তৈরি করতে দেশের কৃষি জমির টপ সয়েল (মাটির ওপরি ভাগ) কেটে ফেলা হচ্ছে। এতে করে জমিগুলো উৎপাদন ক্ষমতা হারাচ্ছে। একই সঙ্গে কাঠ বা কয়লা পুড়িয়ে ইট তৈরির কারণে পরিবেশও মারাত্মকভাবে দূষিত করছে। পোড়া ইটের ব্যবহার বন্ধ না হলে অদূর ভবিষ্যতে দেশে ভয়াবহ পরিবেশ ও খাদ্য সংকট তৈরি করবে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশের (সিডিজেএফবি) আয়োজনে ‘পোড়া ইটের বিকল্প কংক্রিট ব্লক’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি অমিতোষ পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিন আবদুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ রেডিমিক্স কংক্রিট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মো. আবদুল আউয়াল। আলোচনায় অংশ নেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক ড. আদিল  মুহাম্মদ খান, প্রকৌশল বিশেষজ্ঞ ম. ইনামুল হক, কংক্রিট ব্লক বিশেষজ্ঞ মো. আবু সাদেক, রাজউকের উপনগর পরিকল্পনাবিদ হাসিবুল কবির প্রমুখ। গণপূর্তমন্ত্রী বলেন, পরিবেশ দূষণ প্রতিরোধ ও কৃষি জমি রক্ষা করতে ২০২০ সালের মধ্যে দেশ থেকে ইটভাটা তুলে দেওয়া উচিত। জমির উপরিভাগের মাটি ব্যবহার করে যেভাবে ইট তৈরি করা হচ্ছে তাতে কৃষি জমির উর্বরতা কমে যাচ্ছে।

সর্বশেষ খবর