শিরোনাম
বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শাহজালালে ৬০ লাখ টাকার সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ ৬৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মঙ্গলবার রাত ২টার দিকে কুয়েত থেকে আসা কুয়েত এয়ারলাইনসের একটি ফ্লাইট (কেইউ-২৪৩) থেকে সিগারেটের কার্টনগুলো উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা। কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম জানান, কুয়েত ফ্লাইটের জন্য নির্ধারিত ৪ নম্বর ব্যাগেজ বেল্ট থেকে ব্যাগ সংগ্রহ করেন মোহাম্মদ বাবর আলম। এরপর তিনি গ্রিন চ্যানেল দিয়ে বের না হয়ে হাজীদের বের হওয়ার জন্য নির্ধারিত গেটের দিকে রওনা হন। সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।

পরে তার কাছে থাকা ৩টি লাগেজ স্ক্যান করে সিগারেটের অস্তিত্ব পাওয়া যায়। এ ছাড়া ব্যাগেজ বেল্টে পরিত্যক্ত অবস্থায় আরও তিনটি লাগেজ পাওয়া যায়। কাস্টমস হলে নিয়ে ৬টি লাগেজ খুলে ৬৫০ কার্টন সিগারেট পাওয়া যায়।

সর্বশেষ খবর