বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

এডিস মশার বাহক নিয়ন্ত্রণে জরিপ কাজের ফলাফল উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় জরিপ কাজের ফলাফল উপস্থাপন করা হয়েছে। সম্প্রতি এমআইএস অডিটরিয়ামে অধ্যাপক ডা. সানিয়া তহমিনার সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন ডা. ডময়া সেফাল, ডা. এ মান্নান, ডা. এমএম  আখতারুজ্জামান, খলিলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মশিকুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপনায় আখতারুজ্জামান বলেন, রোগ নিয়ন্ত্রণ শাখায় পরিচালিত জরিপ কাজটি ৯৩ ওয়ার্ড এর ১০০টি স্থানে পরিচালিত হয়। এতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে অধিকাংশ এলাকায় এডিস মশার ঘনত্ব পরিমাপের ব্যবহূত সূচকের মাত্রা অনেক বেশি পাওয়া যায়।

সর্বশেষ খবর