শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ছাত্রলীগ চট্টগ্রাম কলেজ শাখা কমিটি বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছাত্রলীগ চট্টগ্রাম কলেজ শাখা বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটির একাংশ। গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি এম. কায়সার উদ্দিন। ছাত্রলীগের এ পক্ষটি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা ইয়াসির আরাফাত, আরিফ মইনুদ্দিন, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল আলম রনি, মিথুন মল্লিক, মো. শাকিল, মহিউদ্দিন মাহি, যুগ্ম সম্পাদক ওয়াহেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক মঈন শাহরিয়ার ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি      পদ থেকে পদত্যাগ করা মোস্তফা কামাল। সংবাদ সম্মেলনে এম কায়সার উদ্দিন দাবি করে বলেন, ‘চট্টগ্রাম কলেজে ঘোষিত কমিটি বিতর্কিত, ভুয়া ও পকেট কমিটি। জামায়াত শিবির ও ছাত্রদল ঘেঁষা চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে করা এ কমিটি আমরা মেনে নেব না। বিতর্কিত, ভুয়া ও পকেট কমিটির ইতিমধ্যে সাতজন পদত্যাগ করেছেন। তাই আমরা দ্রুত এ কমিটি বাতিল চাই। প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর মাহমুদুল করিমকে সভাপতি এবং সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের ছাত্রলীগ চট্টগ্রাম কলেজের আংশিক কমিটির অনুমোদন দেয় মহানগর ছাত্রলীগ। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গত মঙ্গলবার এবং বুধবার দফায় দফায় সংঘর্ষ, অস্ত্রের মহড়া ও বিক্ষোভ মিছিল চলে।

সর্বশেষ খবর