শিরোনাম
রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

উচ্চশিক্ষার মানোন্নয়নে ‘হিট’ প্রকল্প বিশ্বব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নারী শিক্ষার উৎকর্ষ সাধন ও দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করতে পাঁচ বছর মেয়াদি ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্প হাতে নিয়েছে বিশ্বব্যাংক। গতকাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) এ সম্পর্কিত এক কর্মশালার আয়োজন করা হয়। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এতে প্রধান অতিথি ছিলেন। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আঞ্চলিক নেটওয়ার্ক স্থাপন, গ্র্যাজুয়েটদের চাকরির বাজারে প্রবেশের ক্ষেত্রে টিচিং-লার্নিং, গবেষণা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনার মানোন্নয়ন করাই হবে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য। প্রকল্পের ডিজাইন ২০১৯ সালের জুনের মধ্যে চূড়ান্ত হবে বলে আশা করা হয়। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, প্রকল্পটি আঞ্চলিক নেটওয়ার্ক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে গ্র্যাজুয়েটদের চাকরির বাজারে প্রবেশে দক্ষ করে তুলবে। উচ্চশিক্ষা স্তরে প্রায় ৩৮ লাখ শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক এ প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেনের সভাপতিত্বে ইউজিসি সচিব ড. মো. খালেদ, বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট  ড. ভেঙ্কাটেশ সুন্দরারামণ, সিনিয়র এডুকেশন ইকোনমিস্ট শিরো নাকাতাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদ কর্মশালায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর