রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাকা চৌধুরীর কবর থেকে ‘শহীদ’ ফলক উপড়ে ফেলা হলো

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত একং রায় কার্যকর হওয়া বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর কবরে ‘শহীদ’ লেখা নামফলক উপড়ে ফেলেছেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। শুক্রবার বিকালে রাউজানের গহিরা এলাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা নামফলক অপসারণ কাজে অংশ নেন। গোলাম রাব্বানী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মায়ের বার্ষিক জিয়াফত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে এ কাজে অংশ নেন। স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্দেশে গোলাম রাব্বানী বলেন, অনেক আগে এ নামফলক ভেঙে দেওয়া উচিত ছিল। যারা স্বাধীন বাংলাদেশ চায়নি এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত তাদের নামের আগে শহীদ থাকবে, তা হবে না।

এতে মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদদের অপমান করা হয়। এ সময় চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, উত্তর জেলা সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক আবু তাহের, চবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধ প্রমাণিত হলে ২০১৫ সালের ২১ নভেম্বর রাতে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করে কারা কর্তৃপক্ষ। পরে রাউজানের গ্রামের বাড়িতে তাকে কবর দেওয়া হয়।

সর্বশেষ খবর