রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
খুবি ছাত্রের সুইসাইড নোট

অনেক স্বপ্ন ছিল চাকরি করব

নিজস্ব প্রতিবেদক, খুলনা

‘অনেক স্বপ্ন ছিল চাকরি করব, মার মুখে হাসি ফোটাব। কিন্তু সব এলোমেলো হয়ে গেল। মার শরীর খুব খারাপ... আজ এত কঠিন অবস্থা তৈরি হয়ে গেল।’— এভাবে সুইসাইড নোট লিখে খুলনায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন সৈকত রঞ্জন মণ্ডল নামে এক যুবক। তিনি ২০০৯-১০ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্চ টেকনোলজির ছাত্র ছিলেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে খুবির খাজা গেটের পূর্ব দিকের ইসলামনগর মসজিদ গলির একটি ছাত্রাবাস থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই বছর আগে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করলেও চাকরি না পাওয়ার হতাশা থেকেই আত্মহত্যা করেছেন সৈকত। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কৃষ্ণ মণ্ডলের ছেলে। পুলিশ জানায়, সৈকতের পাশের ভবনের প্রতিবেশী তার জানালা দিয়ে ফ্যানের সঙ্গে একজনকে ঝুলতে দেখেন। তিনি বিষয়টি জানালে সৈকতের রুমমেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে ভিতরে ঢুকে সৈকতকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, সৈকত দুবার বিসিএস পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি। সম্প্রতি তিনি নিজের ব্যক্তিগত ডায়েরিতে হতাশার কথা লেখা শুরু করেন। তার রুম থেকে উদ্ধার হওয়া ডায়েরির একটি পাতায় লেখা রয়েছে- ‘না আছে টিউশনি, যার ওপর নির্ভর করে খুলনায় চলছিলাম। কোনো চাকরিতেও ভয় পাচ্ছি। আজ এত কঠিন অবস্থা তৈরি হয়ে গেল। আমি শুধু বন্ধুদের কে কী করছে সেই দিকে খেয়াল করে চলেছি। আমরা এক মেসে চার বন্ধু থাকতাম। এর মধ্যে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে।’ হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খান বলেন, সৈকতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর