রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনে সাইবার ক্রাইমকে হুমকি হিসেবে দেখছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাইবার ক্রাইমকে হুমকি হিসেবে দেখছে পুলিশ। নির্বাচনের সময় একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব রটাতে পারে। এজন্য পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সজাগ রয়েছে। গতকাল সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ডিআইজি মনিরুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, আসন্ন দুর্গাপূজায় সন্ত্রাসী গোষ্ঠীর কোনো হুমকি নেই। এর আগে ২০১৫ সালে আশুরায় হোসনী দালান ও ২০১৬ সালের ৬ জুলাই শোলাকিয়ায় জঙ্গিদের হামলার পর আর কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে দুর্গাপূজায় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কাজ করছি। জাতীয় নির্বাচনে সন্ত্রাসী গোষ্ঠীর হুমকি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর। এরপরও কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর