সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্বাস্থ্য পরীক্ষার নামে অর্থ আদায়

সিভিল সার্জন অফিসে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় বিদেশ গমনেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষার নামে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। জানা যায়, স্বাস্থ্য পরীক্ষায় দ্রুত প্রত্যয়নপত্র দেওয়ার কথা বলে খুলনা সিভিল সার্জনের দফতরে জনপ্রতি ১ থেকে ৩ হাজার টাকা আদায় করা হয়। গতকাল এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়েছে খুলনা দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় সিভিল সার্জনসহ অফিসের ১৩ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত ছিলেন। জানা যায়, নীতিমালা অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানে যোগদান ও বিদেশ গমনেচ্ছুদের জন্য স্বাস্থ্য পরীক্ষার প্রত্যয়নপত্র প্রয়োজন হয়। কিন্তু খুলনা সিভিল সার্জন কার্যালয়ে দ্রুত প্রত্যয়নপত্র দেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়ের সময় পরিস্থিতি উত্ত্যপ্ত হলে সিভিল সার্জন অফিস থেকে সেই টাকা ফেরত দেওয়া হয়। দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাওন মিয়া বলেন, বিদেশগামীদের স্বাস্থ্য পরীক্ষার সনদ দেওয়ার জন্য খুলনা সিভিল সার্জনের কার্যালয়ে প্রতিজনের কাছ থেকে ৩ হাজার টাকা করে আদায়ের অভিযোগ পাওয়া গেছে। তবে ওই দফতরে অভিযানকালে সিভিল সার্জনসহ কর্মরত ১৬ জনের  মধ্যে ১৩ জনকেই পাওয়া যায়নি। দুদক কর্মকর্তারা বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য টাকা নেওয়ার নিয়ম না থাকলেও এখানে টাকা আদায়ের প্রমাণ মিলেছে। এ বিষয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আতিয়ার রহমান জানান, স্বাস্থ্য পরীক্ষায় টাকা নেওয়ার নিয়ম নেই। কিন্তু স্বাস্থ্য ফিটনেস পরীক্ষায় এটা অঘোষিত নিয়ম। তিনি বলেন, ‘আমিও চাকরি নেওয়ার সময় এভাবেই টাকা দিয়েছি। এখানে চাকরি নেওয়ার পর থেকে একইভাবে টাকা আদায় করতে দেখছি। এখনো সেভাবেই টাকা আদায় করা হয়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর