শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরায় গৃহসজ্জা পণ্যের মেলা

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় গৃহসজ্জা পণ্যের মেলা

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী নির্মাণ অবকাঠামো, কাঠ, লাইটিং ও ইনটেরিয়র-এক্সটেরিয়র প্রদর্শনী। চমৎকার ডিজাইনের লাইটিং ও ইনটেরিয়রের বিশাল সমাহার নিয়ে এ মেলায় অংশ নিয়েছে বাংলাদেশসহ বিশ্বের নামিদামি প্রতিষ্ঠান। বিশ্বের সর্বাধুনিক নির্মাণ অবকাঠামো, কাঠ, লাইটিং এবং ইনটেরিয়র-এক্সটেরিয়র-সংশ্লিষ্ট শিল্পের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য তুলে ধরতে এ মেলার আয়োজন করা হয়েছে। এফ টাচ ইভেন্টস লিমিটেডের সঙ্গে যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেড। বার্জার পেইন্টস, এমআরএস ইন্ডাস্ট্রিজ, আকিজ গ্রুপ ও টি কে গ্রুপের মতো স্বনামধন্য কোম্পানি এবং ব্যবসায়িক নেতারা প্রদর্শনীতে অংশ নিয়েছেন। গতকাল বসুন্ধরায় এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। বাংলাদেশ ছাড়াও সাতটি দেশের অর্ধশত কোম্পানি দেশের বিল্ডিং ও নির্মাণশিল্প, কাঠ ও আসবাবপত্র নির্মাণশিল্প, সিরামিক্সস অ্যান্ড স্টোন, দরজা-জানালা, সিকিউরিটি অ্যান্ড এক্সেস, গৃহসজ্জা উপকরণ ও লাইটিং প্রযুক্তি তুলে ধরে; যার ফলে সংশ্লিষ্ট সব অংশীদারের পারস্পরিক যোগাযোগ ঘটবে এবং তৈরি হবে ব্যবসার নতুন ক্ষেত্র। মেলাপ্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, আইসিসিবির সুবিশাল হলে এ মেলা বসেছে। একই ছাদের নিচে দেশের বিল্ডিং ও নির্মাণশিল্প, কাঠ ও আসবাবপত্র নির্মাণশিল্প, গৃহসজ্জা উপকরণ এবং লাইটিং প্রযুক্তি-সংশ্লিষ্ট শিল্পের বিশ্বের সর্বাধুনিক উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি দর্শনার্থীর সামনে তুলে ধরা হচ্ছে। মেলায় শুধু পণ্য বিক্রি নয়, সংশ্লিষ্ট শিল্পের উদ্যোক্তাদের পারস্পরিক যোগাযোগ ঘটাতে ও নতুন ব্যবসার ক্ষেত্র তৈরির এক মিলনমেলাও বসেছে। গৃহনির্মাণ থেকে শুরু করে ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম, ফিটিংস, আসবাবপত্র বিক্রি ও তৈরির জন্য প্রদর্শিত হচ্ছিল বিভিন্ন পণ্য ও প্রযুক্তি। এখানে তুলে ধরা হয় স্থাপত্য, নির্মাণশিল্প, ডিজাইন ইঞ্জিনিয়ারিং, নির্মাণ যন্ত্রপাতি এবং কংক্রিট মেশিনারি। বাড়ি তৈরির জন্য বিশ্বের ছোট পরিসরে বিভিন্ন পণ্যের সঙ্গে বৃহৎ শিল্পে ব্যবহার করা যায় এমন কংক্রিট মেশিনারিজও প্রদর্শন করা হয়। দেখা যায়, এ পণ্যের মধ্যে রয়েছে অভিজাত জীবনযাপনের জন্য অত্যাধুনিক লাইট, সোলার প্যানেল এবং লাইটিং ও এলইডি-সংশ্লিষ্ট পণ্য ও প্রযুক্তি। লোডশেডিং থেকে মুক্ত হতে সোলার প্যানেল নিয়ে মেলায় একাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

অভিজাত বাড়ির ডিজাইন করতে বিশ্বের নামিদামি কোম্পানির ঝাড়বাতি, সুইচের এলইডি লাইট সম্পর্কে গ্রাহকদের আগ্রহ বেশি। মেলার আরেক আকর্ষণীয় প্রদর্শনী ছিল জেট প্রেজেন্টস বাংলাদেশ উড ইন্টারন্যাশনাল এক্সপো। এতে কাঠ ও কাঠসংশ্লিষ্ট শিল্পের যন্ত্রপাতি ও পণ্য প্রদর্শিত হয়েছে। আসবাবপত্র বিশেষ করে খাট, ড্রেসিং টেবিলসহ ঘর সাজানোর সব চমৎকার ডিজাইনের পণ্য রাখা হয়েছে এখানে। এসব পণ্য বিক্রি ছাড়াও আসবাবপত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে মেলায়। এ শিল্পের আরেকটি অংশ ইনটেরিয়র-এক্সটেরিয়র এক্সপো। এখানে গৃহসজ্জাসংশ্লিষ্ট অত্যাধুনিক ডিজাইনের ডেকর, আসবাবপত্র, ফিটিংস ও অন্যান্য এক্সেসরিজ তুলে ধরা হয়। মেলার আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রদর্শনীতে চীন, ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তাইওয়ান, ইতালি ও জার্মানির প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলার আয়োজক এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন লিমিটেডের পরিচালক নন্দ গোপাল বলেন, নির্মাণশিল্পসংশ্লিষ্ট ব্যবসায়ী, আসবাবপত্র প্রস্তুতকারক ও ফ্যাক্টরি মালিকরা এই আন্তর্জাতিক প্রদর্শনী থেকে নতুন নতুন উদ্ভাবন, প্রযুক্তি, যন্ত্রপাতি এবং সংশ্লিষ্ট পণ্য সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন; যা সংশ্লিষ্ট শিল্পের ব্যবসার ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করবে। বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর