শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামের উন্নয়নে ৩৭৩০ কোটি টাকার দুই প্রকল্প

দীর্ঘদিনের দাবি পূরণ হলো

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামের বিদ্যুৎ খাত এবং অবকাঠামোগত উন্নয়নে ৩ হাজার ৭৩০ কোটি টাকার পৃথক দুটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী  কমিটির (একনেক) সভায় প্রকল্প দুটির অনুমোদন দেওয়া হয়। প্রকল্প দুটি হলো- ২ হাজার ৫০০ কোটি টাকার বিদ্যুৎ বিভাগ চট্টগ্রাম জোনের ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্প এবং ১ হাজার ২৩০ কোটি টাকা টাকার ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সড়ক নেটওয়ার্ক উন্নয়ন এবং বাস/ট্রাক টার্মিনাল নির্মাণ’ প্রকল্প। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘নগরের উন্নয়নে ১ হাজার ২৩০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তাছাড়া চট্টগ্রামে মানুষের প্রতি আন্তরিকতা দেখিয়ে প্রধানমন্ত্রী ম্যাচিং ফান্ডের ২০ শতাংশ টাকাও মওকুফ করে দিয়েছেন। প্রকল্পে ট্রাক টার্মিনাল নির্মাণ অনুমোদন হওয়ায় নগরে যানজট নিরসন হবে।’  চসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা  যায়, প্রকল্পের আওতায় বাস-ট্রাক টার্মিনাল নির্মাণসহ শহরের ৩২০ দশমিক ৭ কিলোমিটার সড়কের উন্নয়ন করা  হবে। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৭৫৫ কোটি ১৩ লাখ ৭৬ হাজার টাকা। বিভিন্ন  ‘এপ্রোচ রোড উন্নয়নসহ ব্রিজ নির্মাণ’ করা হবে ৩৭টি। এতে ব্যয় হবে ১৩৯ কোটি ১৬ লাখ টাকা। বাস-ট্রাক টার্মিনালের অবকাঠামো নির্মাণে ব্যয় হবে ৭ কোটি ৫০ লাখ টাকা। ড্রেনেজসহ ইয়ার্ড নির্মাণে ব্যয় হবে ২ কোটি ৫০ লাখ টাকা এবং ভূমি ক্রয় করা হবে ২৬০ কোটি ৫ লাখ টাকা।’ তবে প্রকল্পটির গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, বাস-ট্রাক টার্মিনাল নির্মাণ। দীর্ঘদিন ধরেই ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন মহল থেকে নগরে ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি করে আসছিল। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রাম অফিস সূত্রে জানা যায়, অনুমোদিত প্রকল্পের আওতায় ২৬টি নতুন সাব স্টেশন নির্মাণ করা হবে। এছাড়া ৭টি সাব স্টেশনের ক্ষমতা বৃদ্ধি, ৮৩ কিলোমিটার ৩৩ কেভি আন্ডারগ্রাউন্ড লাইন স্থাপন, ৮০০ কিলোমিটার ১১ কেভি বিদ্যুৎ লাইন স্থাপন এবং আধুনিক ও উন্নতমানের ট্রান্সফরমার বসানো।

পিডিবি চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেন, ‘প্রকল্পটি অনুমোদন হওয়ায় চট্টগ্রামের বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর