শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ডেথ রেফারেন্স শুনানি শেষ রায় ১৬ অক্টোবর

সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যা

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাই কোর্টে শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য আগামী ১৬ অক্টোবর দিন ঠিক করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এএসএম আবদুল মবিনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরু, মনসুরুল হক চৌধুরী, আহসান উল্লাহ ও সুব্রত সাহা। মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৮ জানুয়ারি রাজধানীর নয়াপল্টনের ভাড়া বাসায় খুন হন দৈনিক জনতার তৎকালীন জ্যেষ্ঠ সহ-সম্পাদক ফরহাদ খাঁ ও তার স্ত্রী রহিমা খাতুন। এ ঘটনায় ২০১২ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ রায় ঘোষণা করে।

রায়ে সাংবাদিক ফরহাদের ভাগ্নে নাজিমুজ্জামান ইয়ন ও তার বন্ধু রাজু আহমেদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর বিধি অনুসারে হাই কোর্টে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকরে ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) আবেদন করে রাষ্ট্রপক্ষ এবং একইসঙ্গে সাজার বিরুদ্ধে আপিল করে আসামিরা। দীর্ঘ অপেক্ষার পর গত ৭ আগস্ট হাই কোর্টে উভয়পক্ষের আবেদনের ওপর শুনানি শুরু হয়। এরই ধারাবাহিকতায় গতকাল শুনানি শেষে রায়ের দিন ধার্য হলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর