শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যানকে দুদকের নোটিস

নিজস্ব প্রতিবেদক

অভিযোগ সম্পর্কে বক্তব্য দেওয়ার জন্য ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমানকে নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিন ওই নোটিস জারি করেন।

দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, লতিফুর রহমানের বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে নোটিস দেওয়া হয়েছে। নোটিসে তাকে ১৮ অক্টোবর সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে অনুরোধ করা হয়েছে। নোটিসে অভিযোগ সম্পর্কে বলা হয়, লতিফুর রহমান ও তার পরিবারের সদস্যদের  বিরুদ্ধে ট্রান্সকম গ্রুপভুক্ত বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ভ্যাট ইত্যাদি ফাঁকি, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও সরকারি জমি দখলে রাখার অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, ২০১৫ সালের ১৩ মে লতিফুর রহমান, তার ভাই সাইফুর রহমান ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ এনে বক্তব্য জানতে নোটিস দিয়েছিল দুদক। দীর্ঘ অনুসন্ধান শেষে ওই বছরের ২ আগস্ট চিঠি দিয়ে অভিযোগটি নিষ্পত্তির কথা জানায় দুদক। চিঠিতে বলা হয়েছিল, অভিযোগটি অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর