শিরোনাম
রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

খুলনায় মামলার ফাঁদে বিএনপি প্রচারণায় আওয়ামী লীগ

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনায় মামলার ফাঁদে বিএনপি প্রচারণায় আওয়ামী লীগ

খুলনায় আগামী সংসদ নির্বাচনে প্রচারণার মাঠে নেমেই মামলার ফাঁদে পড়েছে বিএনপি। গত কয়েকদিনে দলটির খুলনা মহানগরী ও জেলা কমিটির প্রায় ৭০০ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। উচ্চ আদালতে এক ডজনের বেশি মামলায় জামিন হলেও নতুন করে মামলায় জড়ানো হচ্ছে নেতা-কর্মীদের। অন্যদিকে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে রয়েছে ফুরফুরে মেজাজে। প্রতিদিন দলের নির্বাচনী ক্যাম্পেইন, মিছিল-সমাবেশ, শোডাউনের মাধ্যমে নেতা-কর্মীরা নিজেদের সাংগঠনিক শক্তি-সামর্থ্য জানান দিচ্ছেন। খুলনায় বড় দুই দলের নির্বাচনমুখী এসব তৎপরতা ঘিরে এরই মধ্যে চাঙ্গা হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। জানা যায়, জাতীয় রাজনীতির আবহে খুলনায় ক্ষমতার পালাবদল হয়। এখানে দুই দলের রয়েছে সমান জনপ্রিয়তা ও আধিপত্য। তবে ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে ভোট বর্জন করায় বিএনপি পড়ে কঠিন রাজনৈতিক চাপে। ওই নির্বাচনে ছয়টি আসনের সবকটিই পায় আওয়ামী লীগ। এসব হিসাব-নিকাশ সামনে রেখে আগেভাগেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে খুলনা বিএনপি। তবে নির্বাচনের মাঠে নেমেই একের পর এক মামলায় কোণঠাসা হয়ে পড়েছে দলটি। মহানগরী বিএনপি সিনিয়র যুগ্মসম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগের জন্য মাঠ ফাঁকা করতে বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা ও গায়েবি মামলায় ফাঁসানো হচ্ছে। উচ্চ আদালতে এসব মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হলেও পুলিশ নেতা-কর্মীদের গ্রেফতার করে নতুন মামলায় আসামি করছে।’ তবে মহানগরী বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘রাজপথের আন্দোলনে নেতা-কর্মীরা গ্রেফতার ও পুলিশি নির্যাতনের শিকার হলেও নির্বাচনের মাঠে বিএনপি শক্ত অবস্থানে রয়েছে।’ অন্যদিকে আগামী সংসদ নির্বাচনে উন্নয়নের স্বার্থেই সরকারের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানাচ্ছেন আওয়ামী লীগ নেতারা। মহানগরী আওয়ামী লীগের সম্পাদক খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান জানান, খুলনার সব আসনেই সাংগঠনিক তৎপরতা বাড়ানো হয়েছে। সরকারের ধারাবাহিকতা রক্ষায় উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে প্রচারণা চালানো হচ্ছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন বলেন, শেখ হাসিনার উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিরোধীরা নানা ষড়যন্ত্র চালাচ্ছে। তারা বিদেশি আর অপশক্তির আশ্রয় নিয়ে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু দেশের মানুষ আর কোনো অপশক্তিকে প্রশ্রয় দেবে না।

সর্বশেষ খবর