মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

লেখালেখির জন্যই পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতিকে হত্যাচেষ্টা

জড়িতদের শাস্তি দাবি নাগরিক সমাজের

পাবনা প্রতিনিধি

লেখালেখি বা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্যই সিনিয়র সাংবাদিক ও পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তাকে একজন নির্ভীক সাংবাদিক অভিহিত করে পাবনার বিশিষ্ট নাগরিকরা হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে পাবনা একুশে বইমেলা উদ্যাপন পরিষদের সভাপতি কমরেড জাকির হোসেন বলেন, হাবিবুর রহমান স্বপন শুধু সাংবাদিকতাই করেননি, তিনি একাধারে লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি নির্ভীকভাবে সাংবাদিকতা করতেন। বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি বলেন, পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, বৈশাখী টেলিভিশন ও সংবাদের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান স্বপন বিভিন্ন সময়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। সম্প্রতি মাদক ও দুর্নীতি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালকের অনৈতিক কার্যকলাপ নিয়ে লেখালেখি করেছেন। এ ছাড়া সম্প্রতি পাবনায় খুন হওয়া আনন্দ টিভির সাংবাদিক সুবর্ণা আকতার নদী হত্যার তথ্য অনুসন্ধানে কাজ করছিলেন তিনি। হয়তো কোনো দুর্লভ তথ্য পাওয়ার পরই নদী হত্যাকারীরা স্বপনকে হত্যার চেষ্টা চালিয়েছে। পাবনার বিশিষ্ট সমাজকর্মী ও বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম বলেন, সত্য লেখার জন্যই তার ওপর এই ন্যক্কারজনক হামলা হয়েছে। যাদের বিরুদ্ধে স্বপন লেখালেখি করেছেন তারাই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। পাবনা জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বুরো বলেন, দেশে মুক্তচিন্তা ও স্বাধীনভাবে লেখালেখির অধিকার ক্ষুণ্ন হচ্ছে। সত্য প্রকাশ করতে গিয়ে হাবিবুর রহমান স্বপনের মতো মুক্তিযুদ্ধের সপক্ষের সৈনিকের ওপর এ ধরনের হামলা কখনো মেনে নেওয়া যায় না। ন্যাশনাল আওয়ামী পার্টির জেলা সভাপতি রেজাউল করিম মণি বলেন, পাবনা মুক্ত ও স্বাধীন সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ স্থানে পরিণত হয়েছে। গত এক বছরে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে সাংবাদিকদের ওপর। এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, বিষয়টি নিয়ে আমরাও বিব্রত।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর