শিরোনাম
মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দেশের অর্থনীতির উন্নয়ন নির্ভর করে চট্টগ্রাম বন্দরের ওপর : মশিউর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেছেন, দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়ন নির্ভর করে চট্টগ্রাম বন্দরের ওপর। চট্টগ্রাম বন্দর যদি ঠিকমতো কাজ না করে দেশের আমদানি-রপ্তানি ব্যাহত হবে। গতকাল সকালে ‘উন্নয়ন রোডম্যাড-চট্টগ্রাম বিভাগ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ভিশন ২০২১ ও ২০৪১-এর আলোকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটি চট্টগ্রাম চেম্বারের সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করে। চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে ও সংসদ সদস্য টিপু মুন্সীর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির, ব্যবসায়ী নেতা এ এম মাহাবুব চৌধুরী, এম এ সালাম, মাহফুজুল হক শাহ, অহিদ সিরাজ চৌধুরী, এ কে এম আকতার হোসেন, শওকত হোসেন, ডা. মঈনুল ইসলাম মাহমুদ, সৈয়দ ছগীর আহমদ, আবিদা মোস্তফা, শামীমা হারুন লুবনা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর