মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জেএসসি-জেডিসি শুরু ১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা-২০১৮ আগামী ১ নভেম্বর শুরু হবে। প্রশ্নফাঁসমুক্ত, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বিকালে পরীক্ষা নিয়ে সচিবালয়ে আয়োজিত জাতীয় মনিটরিং এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নাহিদ বলেন, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষায় প্রশ্নফাঁসের সুযোগ নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কোন সেটে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে কেন্দ্র সচিবকে জানানো হবে। মন্ত্রী বলেন, প্রশ্ন নিয়ে মিথ্যাচার বা প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কেউ রেহাই পাবে না। শিক্ষা মন্ত্রণালয়সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মাহামুদ-উল হক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞাসহ অন্যরা সভায় উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও এ সভায় অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর