মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ইউনূসকে সম্মানসূচক ডিগ্রি দিল মেক্সিকোর ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক

ইউনূসকে সম্মানসূচক ডিগ্রি দিল মেক্সিকোর ইউনিভার্সিটি

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিগ্রি দিয়েছে মেক্সিকোর অটোনোমাস ইউনিভার্সিটি অব বাহা ক্যালিফোর্নিয়া (ইউএবিসি)। গত ১১ অক্টোবর এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রফেসর ইউনূসকে এই ডিগ্রি দেওয়া হয়।  একই দিন ওই বিশ্ববিদ্যালয়ে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারও চালু করা হয়। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়। এতে বলা হয়, ওই বিশ্ববিদ্যালয়ে একটি ‘ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার’ চালুর উদ্দেশ্যে ২০১৭ সালে ইউনূস সেন্টারের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির চুক্তি স্বাক্ষরিত হয়, তবে সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রফেসর ইউনূসের আগমনের অপেক্ষা করছিলেন। এ ছাড়াও প্রফেসর ইউনূস ১২ অক্টোবর লাতিন আমেরিকার সবচেয়ে ধনী নগরী হিসেবে পরিচিত মনটেরির ইউনিভার্সিটি অব মনটেরিতে বিশ্ববিদ্যালয়টির ছাত্র ও অধ্যাপকদের উপস্থিতিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে আরও একটি ‘ইউনূস সোশ্যাল বিজনেস  সেন্টার’ উদ্বোধন করেন। ইউনিভার্সিটি অব মনটেরিতে প্রতিষ্ঠিত এই ইউনূস সেন্টারটি মেক্সিকোর দ্বিতীয় এবং বিশ্বজুড়ে ইউনূস  সেন্টার নেটওয়ার্কের অধীনে ৬৪তম ইউনূস সোশ্যাল বিজনেস  সেন্টার।

 প্রফেসর ইউনূস মনটেরিতে অনুষ্ঠিত ‘ব্যবসা ও মানবিক মূল্যবোধ’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনে মূল ভাষণও প্রদান করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর