মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

অন্যের হয়ে পরীক্ষা ২৪ শিক্ষার্থীর দণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর মোহনপুর ডিগ্রি কলেজে প্রক্সি পরীক্ষা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ২৪ শিক্ষার্থীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল  দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (৩) বিচারক সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— সাব্বির হোসেন, মোস্তাফিজুর রহমান রনি, মিঠু রহমান, কাওছার হোসেন, আবদুস সালাম, আরিফুল ইসলাম, মোত্তালেব হোসেন, রুবেল আলী, আমিনুল ইসলাম, আল আমিন, ইমরান আলী, জান্নাতুল ফেরদৌস, বেলাল হোসেন, ফিরোজ আহমেদ, বুলবুল ইসলাম, ফারুক হোসেন, হোসেন আলী, মতিউর রহমান, সুমন রানা, সোহেল রানা, ফিরোজুল ইসলাম, ইলিয়াস সরদার, মতিউর রহমান ও বৃষ্টি রানী। দণ্ডপ্রাপ্তরা গত বছর অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় অন্যের হয়ে অংশগ্রহণ করেন। কক্ষ পরিদর্শক বিষয়টি বুঝতে পেরে কেন্দ্র সচিবকে জানান। মোহনপুর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়। পরে কেন্দ্র সচিব মকবুল হোসেন বাদী হয়ে তাদের নামে থানায় মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর