মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
রংপুরে কোটা বহালের দাবি

মুক্তিযোদ্ধার সন্তানদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের ৩০% কোটা পুনর্বহালের দাবিতে গতকাল দুপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা পরিবারের কয়েকশ’ সন্তান। গতকাল বেলা ১২টা থেকে জেলা প্রশাসন চত্বরে ঢোকার প্রধান গেটের সামনে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার কমান্ড জেলা ও মহানগর শাখা এই কর্মসূচির আয়োজন করে। আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা ও মহানগর শাখা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে। কর্মসূচি চলাকালে কোটা বহালের দাবি জানিয়ে মুক্তিযোদ্ধার সন্তানরা বলেন, মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে ধরে রাখার জন্যই কোটা ব্যবস্থা পুনর্বহাল করতে হবে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ দাবি করেন তারা।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার কমান্ড জেলা আহ্বায়ক ও সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, সদস্যসচিব রিয়াজ মাহমুদ সুজন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মারুফ, মহানগর শাখার আহ্বায়ক মঈনুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ। জেলা, মহানগর ছাড়াও ৮ উপজেলার মুক্তিযোদ্ধার সন্তানরা কর্মসূচিতে অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর