মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নিয়মবহির্ভূতভাবে নির্মিত সাততলা ভবনে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আইন বহির্ভূতভাবে নির্মিত সাততলা একটি ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রাজধানীর রায়েরবাজার এলাকায় সহকারী পরিচালক খায়রুল হকের নেতৃত্বে ও রাজউকের সহকারী অথরাইজড অফিসারের (জোন-৫) সমন্বয়ে দশ সদস্যের একটি টিম এ অভিযানে অংশ নেয়। ‘রাজউকের সহায়তায় দুর্নীতির মাধ্যমে ভবন নির্মাণ হয়েছে’— দুদক হটলাইন (১০৬)-এ এরূপ একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে সংস্থাটি এ অভিযান চালায়।

দুদক সূত্র জানায়, সরেজমিন গিয়ে পর্যবেক্ষণ করে, রায়েরবাজারের সুলতানগঞ্জের ৫২ নম্বর প্লটটিতে রাজউকের বিধানমতে চারপাশে ৩০ শতাংশ জায়গা সংরক্ষণের কথা থাকলেও কোনো জায়গা না ছেড়ে সমগ্র প্লটজুড়েই ৭ (সাত) তলা ভবন নির্মাণ করা হয়েছে। অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, এ ধরনের ভবন নির্মাণ ঝুঁকিপূর্ণ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর