মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শাহবাগ ও সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার বিরুদ্ধে নোটিস

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগ মোড় ও সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা, মাইকিং, মানববন্ধন, মিছিল-মিটিং এবং রাস্তায় যাতে কেউ ব্যারিকেড দিতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র সচিবসহ পাঁচজনকে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ ডাকযোগে এ নোটিস পাঠিয়েছেন। অন্য নোটিসপ্রাপ্তরা হলেন পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র। ২৪ ঘণ্টার মধ্যে শাহবাগ মোড় জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় হাই কোর্টে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী রিট করা হবে। নোটিসে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও শাহবাগ মোড়ে জনসভার কারণে শব্দদূষণ এবং মাইকিংয়ের কারণে সুপ্রিম কোর্টের স্বাভাবিক কার্যক্রম ও নিরাপত্তা ব্যাহত হচ্ছে। এ ছাড়া এই এলাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বারডেম হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়সহ অসংখ্য হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর