মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ঢাকায় এক দিনে ডিজিটাল আইনে সাত মামলা

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইনে বিচার চেয়ে গতকাল রাজধানী ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে সাতটি মামলা দায়ের করা হয়েছে। সাত ব্যক্তি আলাদাভাবে এই সাতটি মামলা করেন। ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেন সাতটির মধ্যে একটি মামলাকে এজাহার হিসেবে গ্রহণ করতে মিরপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। দুটি মামলা তদন্ত করে প্রতিবেদন দিতে গেন্ডারিয়া ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। অপর তিনটি মামলা সরাসরি খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। মামলার বাদী সাতজনের মধ্যে তিনজন নারী আর চারজন পুরুষ। ডিজিটাল নিরাপত্তা আইন পাস হওয়ার পর প্রথম মামলাটি করে সিআইডি গত বুধবার পল্টন থানায়। মেডিকেলের ভুয়া প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে এ মামলা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর