বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

অডিও ক্লিপ ফাঁস সরকারের ইঞ্জিনিয়ারিং : দুদু

নিজস্ব প্রতিবেদক

অডিও ক্লিপ ফাঁস সরকারের ইঞ্জিনিয়ারিংয়ের একটি ফসল মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা জাতীয় ঐক্যকে খালেদা জিয়ার নেতৃত্ব ও তারেক রহমানের নেতৃত্বকে পছন্দ করে না, তাদের ঘর থেকেই এই অডিও ক্লিপ বের হয়েছে। তাদেরই তৈরি করা একটি ফসল ব্যারিস্টার মইনুল হোসেনের গ্রেফতার, জাফরুল্লাহর নামে প্রতিদিন একটি করে মামলা এবং বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা। এই অডিও ক্লিপ দিয়ে সরকার         যদি এ আন্দোলনকে থামাতে চায় তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, গতকাল টিভিতে একটি অডিও ক্লিপ দেখেছি। প্রধানমন্ত্রীকে বলব, এই অডিও ক্লিপের জন্য আপনাদের পদত্যাগ করা উচিত। তথ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। টেলিফোনের আড়ালে কান পাতা বেআইনি। এটা সংবিধান বিরোধী, আইন বিরোধী। আপনারা যদি অডিও ক্লিপ টেলিভিশনে প্রচার করেন বা বাহাদুরি করেন তাহলে বলব আপনাদের নির্বুদ্ধিতা আছে। এটার একটি কারণ, এটা যদি সত্য হয় তাহলে বলতে হবে সরকার তার নৈতিক চরিত্র সব হারিয়েছে। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বিষয় ‘ছাল বাকলের’ উল্লেখ করে দুদু বলেন, ড. কামাল হোসেন, কর্নেল অলি আহমদ যখন শেখ হাসিনার জনসভায় ছিলেন তখন ছাল বাকলের ছিল না। যখন গণতন্ত্রের মুক্তির জন্য ড. কামাল হোসেন, জাফরুল্লাহ চৌধুরী, রব, মান্না, মইনুল হোসেন সোচ্চার হয়েছেন তখন শেখ হাসিনা ন্যক্কারজনকভাবে সংবাদ সম্মেলনে বিরোধী দলকে আক্রমণ করেছেন। শেখ পরিবারের সদস্যদের কাছে আমরা মর্যাদাপূর্ণ ভাষা আশা করি। প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে এমন দাবি করে বিএনপির এই নেতা বলেন, সমালোচনা করার ৫ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে এটা মানতেই হবে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে গ্রেফতার করা হয়েছে। কারণ যে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে সেই কারণ আদালত আমলে নিয়ে তাকে পাঁচ মাসের জামিন দিয়েছিল। শুধুমাত্র জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার কারণে, গণতন্ত্র চাওয়ার কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে গ্রেফতার করা হয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবু প্রমুখ।

 

সর্বশেষ খবর