রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

চাকরির বয়স ৩৫ করার দাবিতে অবরোধ

নিজস্ব প্রতিবেদক

চাকরির বয়স ৩৫ করার দাবিতে অবরোধ

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগে ব্যতিক্রমী কর্মসূচি পালন করে চাকরি প্রার্থীরা —বাংলাদেশ প্রতিদিন

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। গতকাল সকাল ১১টায় জাতীয় জাদুঘরের সামনে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এর আগে বেলা সোয়া ১টার দিকে শাহবাগ মোড়ে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। এ সময় তাকে ঘিরে ধরে নিজেদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তাদের দাবির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে গোলাম রব্বানী তাদের বলেন, এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যেন কোনো সরকারবিরোধী লোক ঢুকতে না পারে। অবরোধকালে ৪০তম বিসিএসে নিয়োগের আগেই চাকরির বয়সসীমা ৩৫ করার দাবি জানানো হয়। উচ্চশিক্ষায় সেশনজটসহ বিভিন্ন প্রতিকূলতার কথা বিবেচনা করে চাকরি প্রত্যাশীদের এ দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। আন্দোলনরতদের এই অবরোধের কারণে শাহবাগ থেকে ফার্মগেট, পল্টন, সায়েন্স ল্যাব এবং টিএসসি অভিমুখী সড়ক বন্ধ হয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ সময় জলকামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুলিশের কর্মকর্তারা কয়েকবার আন্দোলনকারীদের যানজটের কথা বলে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানালেও তারা তা না মেনে অবস্থান চালিয়ে যান। সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাস সাংবাদিকদের জানান, দাবি আদায়ে তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে। আন্দোলনরতরা জানান, তাদের যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে ২০১২ সালে প্রস্তাব উপস্থাপন করেন তৎকালীন স্পিকার ও বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও ৩৫ বছর করার সুপারিশ করে। এই সুপারিশ বাস্তবায়ন ও ৪০তম বিসিএসের আওতাভুক্ত করে প্রজ্ঞাপনের দাবি জানান তারা।

 দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের হুঁশিয়ারিও দেয় ছাত্ররা।

সর্বশেষ খবর