শনিবার, ১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনে সমান সুযোগ দিতে হবে : বি. চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন,  আগামী একাদশ জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। নির্বাচন হতে হবে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ। গতকাল জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ জনদল আয়োজিত সংগঠনের প্রধান উপদেষ্টা এ আর চৌধুরী সামাদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, ‘হিংসার রাজনীতি নয়, আমরা চাই একে অন্যের প্রতি শ্রদ্ধার রাজনীতি। শ্রদ্ধা করলে কেউ ছোট হয় না। রাজনীতির নামে দেশ পুড়িয়ে দেওয়ার মানে হয় না। পেট্রলবোমা নিক্ষেপ করে মানুষ পুড়িয়ে মারা চাই না। রাজনীতি করতে হলে মানুষকে ভালোবাসতে হবে।’ বি. চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাঠের একজন সাহসী মুক্তিযোদ্ধা। একই সঙ্গে শেরেবাংলা এ কে ফজলুল হক এবং মওলানা ভাসানীকে বাদ দিয়ে এ দেশের ইতিহাস হবে না।

 এটি ইতিহাসের অংশ। সবাইকে এ সত্যটি মেনে নিতে হবে। তিনি বলেন, এ আর চৌধুরী সামাদ একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি দেশের জন্য যুদ্ধ করেছিলেন। মাটির জন্য জীবনের ঝুঁকি নিয়েছেন। সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান জয় চৌধুরীর সভাপতিত্বে সাবেক মন্ত্রী নাজিমউদ্দীন আল আজাদ, মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান আসাদ প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর