শনিবার, ১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

টাকা নিয়ে চোর ছেড়ে দিলেন ছাত্রলীগ নেতা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৫০ হাজার টাকা নিয়ে এক সাইকেল চোরকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিফাত উদ্দীন এই কাজ করেছেন। জানা যায়, বৃহস্পতিবার রাতে জহুরুল হক হলে সাইকেল চুরি করতে এসে হল কর্মচারীর হাতে ধরা পড়েন সুজন নামের এক ব্যক্তি। কিন্তু ছাত্রলীগ নেতা রিফাতসহ কয়েকজন এসে চোরের কাছ থেকে ৫০ হাজার টাকা মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন। বিশ্ববিদ্যালয়ের হলে চোর ধরা পড়লে সাধারণ প্রক্টরিয়াল বডির মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়। কিন্তু চোরের কাছ থেকে টাকা আদায় করে তাকে ছেড়ে দেওয়া বিশ্ববিদ্যালয়ের নিয়ম পরিপন্থী বলে জানিয়েছেন প্রক্টর এবং হল কর্তৃপক্ষ। অভিযুক্ত ছাত্রলীগ নেতা রিফাত উদ্দীন টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, যাদের সাইকেল চুরি হয়েছে তারা আমাকে পুলিশে না দিয়ে ক্ষতিপূরণ আদায়ের জন্য বলে। আমি ভুক্তভোগীদের কথা বিবেচনা করে চোরের থেকে টাকা নিয়ে তাদের ভাগ করে দিয়েছি।

আমার কাছে আরও কিছু টাকা আছে। সাইকেল চুরি হয়েছে এমন প্রমাণসহ এলে তাদের টাকা দেওয়া হবে।

এ বিষয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ ড. মো. মুহসীন মিয়া বলেন, টাকা নেওয়ার বিষয়টি আমি জানি না। সে (রিফাত) টাকা নিতে পারে না। তারা চোরকে হল প্রশাসনের কাছে তুলে না দিয়ে ঠিক করেনি।

সর্বশেষ খবর