বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

যুবলীগ নেতাকে ফাঁসাতে গিয়ে কৃষক লীগের দুই নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শিবগঞ্জে যুবলীগ নেতাকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে সিসি ক্যামেরা দেখে উল্টো কৃষক লীগের দুই নেতা ফেঁসে গেছেন। উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিপুল এবং একই কমিটির সাংগঠনিক সম্পাদক ওবাইদুলকে গ্রেফতার করার পর মাদক মামলায় আসামি করে গতকাল তাদের আদালতে পাঠানো হয়েছে। শিবগঞ্জ থানা পুলিশ জানায়, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আবু হানী মোল্লা মোকামতলা ইউনিয়ন পরিষদের একজন সদস্য। স্থানীয় কিছু লোক তাকে অনেক দিন ধরেই নানাভাবে হয়রানির চেষ্টা করে আসছিল। এ বিষয়ে পুলিশকে জানানোর জন্য তিনি মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ থানায় যান। থানা থেকে বের হওয়ার সময় পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। পুলিশ আবু হানীর মোটরসাইকেলের সামনে হেডলাইটের উপরের কভারের ভিতর থেকে ১০ পিস ইয়াবা বের করে। আবু হানী মোল্লা পুলিশকে জানান, তাকে ফাঁসানো হয়েছে। পুলিশ থানার সিসি ক্যামেরা দেখে নিশ্চিত হয়, তাকে ফাঁসাতে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিপুল এবং একই কমিটির সাংগঠনিক সম্পাদক ওবাইদুল ইয়াবা রেখে যান।

বিষয়টি প্রমাণিত হওয়ার পর ওই দুজনসহ চারজনকে আসামি করে থানায় মামলা করা হয়। শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, মোকামতলা ইউনিয়ন পরিষদ সদস্য আবু হানী মোল্লাকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা হয়েছিল। সিসিটিভির ফুটেজ দেখার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই ঘটনায় জড়িত আবু বক্কর সিদ্দিক বিপুল এবং ওবাইদুল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যেহেতু তারা মাদক এনে অন্যকে ফাঁসাতে চেয়েছিল তাই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনেই মামলা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর