শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঢাবির ঘ ইউনিটের সেই ভর্তি পরীক্ষা সম্পন্ন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবির ঘ ইউনিটের সেই ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের পুনঃ ভর্তি পরীক্ষা কেন্দ্র গতকাল পরিদর্শন করেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান —বাংলাদেশ প্রতিদিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত আলোচিত ‘ঘ’ ইউনিটের পুনঃ ভর্তি পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত চলে এ পরীক্ষা। এতে অংশ নেন ১২ অক্টোবর অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের বাতিলকৃত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১৮ হাজার ৪৬৩ জন ভতিচ্ছু। এই ইউনিটের অধীনে মোট আসন ১ হাজার ৬১৫টি। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১২ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করে পুনরায় তারিখ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল কোনোরকম ভর্তি জালিয়াতির অভিযোগ ছাড়াই সুষ্ঠুভাবে শেষ হয় ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। পরীক্ষা চলাকালে সামাজিক বিজ্ঞান ভবন কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো উৎস থেকে কোনোরকম ভর্তি জালিয়াতির কোনো খবর পায়নি। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে কলাভবন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়মানুযায়ী পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হতো পরীক্ষার্থীদের। কিন্তু কয়েকজন পরীক্ষার্থী পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে কলাভবনের মূল ফটক দিয়ে কেন্দ্রে প্রবেশ করতে চাইলে সেখানে দায়িত্বরত পুলিশ তাদের বাধা দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর