শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
হেড অ্যান্ড নেক কনফারেন্স

রোগীর তুলনায় সেবা অপ্রতুল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ক্যান্সার রোগীর সংখ্যা। এর মধ্যে মস্তিষ্ক ও কণ্ঠনালিতে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়লেও হাসপাতালে শয্যা এবং দক্ষ চিকিৎসকের সংখ্যা খুবই নগণ্য। ক্যান্সার রুখতে সচেতনতার পাশাপাশি প্রয়োজন প্রান্তিক পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা করা। গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘৩য় ঢাকা হেড অ্যান্ড নেক ক্যান্সার কনফারেন্স-২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। ডা. কামরুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশ ক্যান্সার চিকিৎসায় অনেক পিছিয়ে। নতুন প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সেবার মান এবং হাসপাতালের শয্যা বৃদ্ধিতে নজর দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর