শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

উপাসনালয়ে নির্বাচনী কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি

নিজস্ব প্রতিবেদক

মসজিদ-মন্দির-প্যাগোডা-গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ে নির্বাচনী কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। তিনি বলেন, ভোটের রাজনীতিতে সংখ্যালঘুরাই নিয়ামক শক্তি। পাকিস্তানি আমলের মতো রাষ্ট্রীয় সংখ্যালঘু হিসেবে বেঁচে থাকার জন্য আমরা জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তরে মুক্তিযুদ্ধ করিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর