শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

হাসিনা : এ ডটারস টেল ‘জীবনের গল্প সংগ্রামের গল্প’

প্রতিদিন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিজীবনের অজানা-অদেখা গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা : এ ডটারস টেল’ মুক্তির প্রথম দিনে সেটি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছিলেন চলচ্চিত্র অঙ্গনের তারকারা। তারা এটিকে বলেছেন, ‘জীবনের গল্প সংগ্রামের গল্প’। বিডিনিউজ। গতকাল বেলা ১১টায় ঢাকার স্টার সিনেপ্লেক্সে প্রামাণ্যচিত্রটির বিশেষ প্রদর্শনীতে অভিনেত্রী শমী কায়সার, চিত্রনায়ক শাকিব খান, নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীদের সঙ্গে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও ছিলেন দর্শক সারিতে। প্রদর্শনী শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে নতুনভাবে খুঁজে পাওয়ার কথা জানান আওয়ামী  লীগ নেতা আসাদুজ্জামান নূর। এটিকে শুধু প্রামাণ্যচিত্রের গণ্ডিতে আটকে রাখতে নারাজ তিনি। বলেন, প্রামাণ্যচিত্রের গণ্ডি পেরিয়ে এটি জীবনের গল্প বলেছে, সংগ্রামের গল্প বলেছে। দুঃখ-কষ্ট সহ্য করে মাথা তুলে দাঁড়ানোর সাহসী গল্প বলা হয়েছে। ছবিটা শুধু দুইজন মানুষের গল্প নয়, এটা আগামী প্রজন্মের জন্য নিরন্তর প্রেরণার একটা উৎস থাকবে বলে আমি বিশ্বাস করি।

প্রামাণ্যচিত্রে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা, হত্যা-পরবর্তী বাংলাদেশের সংকটকাল ও নানা চড়াই-উত্রাই পেরিয়ে শেখ হাসিনার আওয়ামী লীগের নেতৃত্বে আসার কাহিনী তুলে আনা হয়েছে বিশদভাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর